প্রিয় শীত


লেখক: মামুন উদ্দীন প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ১০:৫২ এএম
প্রিয় শীত

প্রিয় শীত

       ---মামুন উদ্দীন

প্রিয় শীত,
এবার দাও অস্ট্রেলিয়া পাড়ি,
আমার নাই তো সেকেন্ড হোমের বাড়ি।

প্রিয় শীত,
আমার নাই তো অনেক টাকার কাড়ি,
থাকলো তো আমি নিজেই দিতাম উষ্ণ দেশে পাড়ি।

প্রিয় শীত,
সুযোগ থাকলে দিতাম আমি তোমার সাথে আড়ি,
এখন ঘরে বসে নাক-গলা সব একই সাথে ঝাড়ি।

প্রিয় শীত,
বঙ্গদেশে একটা সময় তুমি ছিলে রঙ্গরসের হাড়ি,
তুমি আছ, রসটাই নাই, তাই যাও না এবার বাড়ি।

প্রিয় শীত,
মাত্রা নিয়ে তুমি এবার করছ বাড়াবাড়ি,
কম্বল নিয়ে মোদের দেশে হচ্ছে কাড়াকাড়ি।

প্রিয় শীত,
সুযোগ থাকলে যেতাম আমি নাড়ির টানে বাড়ি,
সুযোগ নাই, বসে বসে হাতের তালু করি নাড়ানাড়ি।

প্রিয় শীত,
যাও না এবার অভাগাদের ছাড়ি,
আবার এসো, ভালো না তো করা বাড়াবাড়ি।

গো নিউজ২৪/এসএম

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর