নীল নয়নের আলো


শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৭, ০১:৪৮ এএম
নীল নয়নের আলো

(নীলকে উৎসর্গ)
নিয়ন আলো নয়
প্রজ্জ্বলিত দীপশিখা
ভালোবাসার আশিষ
তোমায় ভালোবেসেছিলাম বলে
আজ এখানে আমি দাঁড়িয়ে
হাসির আলোয় ভাসছি

তুমি আমার ছায়া
ভালোবাসার ক্ষণজন্মারা 
পালিয়েছে সেই কবে! 

 

তুমি বুকের আলোয় জড়িয়েছিলে
অদ্ভুত তুমি নীল
আমার নীল প্রজাপতি
ধরা ছোঁয়ার বাইরে

কতোবার চেয়েছি আমি
তোমার পরশ পেতে
তুমি এড়িয়ে চলো কৌশলে
তোমার নীলে আমি বুদ
তাই পালাতে চাইনি
অভিমানও করেছি বেশ

কতকাল সাড়া দাওনি তুমি
কাঁদিয়েছো মনভরে
বলো আমি কি এমন খারাপ
আমায় মেশা যাবে না!!
চাইলে তো পারো
তুমিই চাইছো না
তবুও আমি আশায় 
রয়ে যাবো পাশে

সেগুনবাগিচা, ১২ আগস্ট, ২০১৭

গোনিউজ/এন

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর