তুমি ছিলে সেই গান


শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৫ পিএম
তুমি ছিলে সেই গান

(উৎসর্গ বঙ্গবন্ধুকে )
তুমি যেন একটি শাপলা ফুল।
ফুটে ছিলে দীঘির হৃদপিণ্ড তোলপাড় করে।
তুমি সেই গান, যে গানে মেঘ জমেছিল
রোদ তাতে বজ্রাহত।

একটিমাত্র শ্বাস তুমি, 
যে শ্বাসের শব্দ ধ্বনিত হয়েছিল
আমাদের শ্বাসে।

তুমি ছিলে সেই গান, যে গানে 
এই কোমল আলোর দেশে 
শস্যের সুবাতাস ছিল, সব্জির স্বাধীনতা ছিল, 
আমাদের অসমাপ্ত গল্পগুলোয় ছিল মুক্তির বাসনা। 

গোটা আকাশজুড়ে তুমি যখন মোহনবাঁশি বাজিয়েছিলে 
বাঙলা মায়ের শরীর ভরে জেগে উঠল সব অলংকার।
বহু কষ্টে জমানো আমাদের ভেজা জলছবিগুলো 
ভরে উঠেছিলো অন্যরকম উজ্জ্বলতায়।

গোনিউজ/এন

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর