ভালোবাসো ভালো রেখো


শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০১৭, ১১:৩০ এএম
ভালোবাসো ভালো রেখো

নোটিশ করছিলাম পড়োনি-
তোমার সাথে দেখা হওয়ার ছিলো
তুমি বেমালুম ভুলে গেছো
আমিও ভোলার ভান করলাম
আমি মনকে না বুঝিয়ে দিলে
সারাজনমের জন্য বুঝাতে পারি
আমি যে আমার মতো

পুনঃশ্চ চাঁদটা শুধু তোমার আকাশে..

থাকো তুমি তোমার মতো
ভুলেও আমার ক্রিং ক্রিং যাবে না
উপরে উঠার চেষ্টা ভালো
অনুভূতি বেগ-আবেগ বিকিয়ে নয়
গুনিয়ার কবল থেকে সবে সারলে
খেয়াল রেখো ভালো থেকো
ভালোবাসো ভালো রেখো

পুনঃশ্চ চাঁদটা শুধু তোমার আকাশে
উদিত হয়! তোমার আলোয় আলোরিত
এই প্রথম তোমার পরশ ছাড়া অগত্যা
যাত্রা অভ্যাসে অভ্যাসে সুঅভ্যাস হবে
‘কারো কেউ নইকো আমি কেহ আমার নয়’
কিশোর তোমার সাথে আমি আছি 
তোমাকে ভালবাসি-

ভুলেও ক্রিং ক্রিং যাবে না..

কবি আরজু মুন, সেগুনবাগিচা, ২৮ জুলাই ২০১৭

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর