নবাব সিরাজউদ্দৌলা’র যাত্রা টরেন্টোতে


অনলাইন ডেস্ক প্রকাশিত: মার্চ ১৮, ২০১৭, ০১:২৯ পিএম
নবাব সিরাজউদ্দৌলা’র যাত্রা টরেন্টোতে

টরেন্টোর মঞ্চে উঠলেন বাংলা–বিহার–উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা আর তার আশে পাশে প্রধান সেনাপতি মীরজাফর আলী খান, মোহনলাল, উমিচাঁদ, ওয়াটস, লুতফা বেগম, আলেয়া, মোহম্মদি বেগসহ আরও অনেকে।
 
হ্যাঁ, ইতিহাসের আলোচিত এই চরিত্রগুলো নিয়ে মঞ্চে দাঁড়াচ্ছেন শেখর গোমেজ, ম্যাক আজাদ, অরুন্থিয়া ঊর্মি, মানিক চন্দ, লিটলী রায়, সুব্রত পুরু, মেহরাব রহমান, জাহানারা চিনু, দিলিপ দাস, চিত্ত ভৌমিক, অনুপ সেনগুপ্ত এবং মোস্তফা দুলারী।
 
১৮ এবং ১৯ মার্চ দুই দিনব্যাপী সন্ধ্যা ৭টায় টরেন্টোর ৩৮০ বার্চমাউন্ট রোডের গ্র্যান্ড প্যালেস ব্যাঙ্কুয়েট হল এই যাত্রার মঞ্চায়ন হতে যাচ্ছে। আর তার আয়োজক সাংস্কৃতিক সংগঠন ‘টরেন্টো থিয়েটার প্লাস’।

 

গো নিউজ২৪/জা আ 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর