বইমেলায় নতুন ৯০ বই


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ০৮:১০ পিএম
বইমেলায় নতুন ৯০ বই

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠ দিনে নতুন ৯০টি বই এসেছে। এর মধ্যে সোমবার আটটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

প্লাটফর্ম প্রকাশনী এনেছে আবু হাসান শাহরিয়ারের ‘অসময়ে নদী ডাকে’, কথা প্রকাশ এনেছে পিয়াস মজিদের ‘করুণ মাল্যবান ও অন্যান্য প্রবন্ধ’, রাত্রি প্রকাশনী এনেছে আহসান হাবীবের ‘মেছো ভূত’, অনন্যা এনেছে আলী ইমামের ‘নিলসের অ্যাডভেঞ্চার’, ঐতিহ্য এনেছে আব্দুল মান্নান সৈয়দের ‘সুধীন্দ্রনাথ দত্ত : কালো সূর্যের নিচে’, অনুপম এনেছে হুমায়ূন আহমেদের ‘সায়েন্স ফিকশন গল্পসমগ’।

ইত্যাদি গ্রন্থপ্রকাশ এনেছে সেলিনা হোসেনের ‘উত্তর সারথী’, পাঞ্জেরি পাবলিকেশন্স এনেছে পলাশ মাহবুবের ‘থোকায় থোকায় জোনাক জ্বলে’, সুমন্ত আসলামের ‘রাকাতের অন্যরকম অনুরোধ’, দ্য রয়েল প্রকাশনী এনেছে রেজাউদ্দিন স্টালিনের ‘কাঠ কয়লার লেখা’, পার্ল পাবলিকেশন্স এনেছে আনিসুল হকের ‘দ্য বস ইজ অলওয়েজ রাইট’, অন্যপ্রকাশ এনেছে জ্যোতিপ্রকাশ দত্তের ‘গল্প পঞ্চাশৎ’, আমিরুল ইসলামের ‘মুক্তিযুদ্ধের ১০০ ছড়া’, হাবীবুল্লাহ সিরাজীর ‘আয়রে আমার গোলাপজান’, বিভাস এনেছে হাসান হাফিজুর রাহমানের ‘শোকার্ত তরবারী’।

মঙ্গলবারের আয়োজন : মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন। মেলার দ্বার খোলা হবে বিকেল ৩টায়। গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘হরিচরণ বাংলা ভাষার প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মোস্তফা জব্বার। আলোচনায় অংশগ্রহণ করবেন মো. নজরুল ইসলাম খান ও শ্যামসুন্দর সিকদার। সভাপতিত্ব করবেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

গো নিউজ২৪/এম

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর