মোজায় উটকো গন্ধ দূর করতে ৫টি কার্যকরি পদ্ধতি


নিউজ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৮, ০২:৫৯ পিএম
মোজায় উটকো গন্ধ দূর করতে ৫টি কার্যকরি পদ্ধতি

শীতকাল মানেই আপনাকে নিশ্চয়ই রোজই মোজা পরে বেরোতে হয়?আর সেই কারণেই আপনার পায়েও নিশ্চয়ই বিচ্ছিরি গন্ধ হয়?রোজই মোজা পালটে পালটে পরেও গন্ধ আটকাতে পারছেন না?টেনশন নেবেন না।আপনার পায়ের বিচ্ছিরি গন্ধের জন্য আপনাকে যাতে অপ্রস্তুতে পড়তে না হয়,তার জন্য ঘরোয়া উপায় নিয়ে হাজির আমরা।আসুন জেনে নিন ৫টি কার্যকরি পদ্ধতি:

(১)বেকিং সোডা: বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা সৃষ্টি করে। এতে পা অতিরিক্ত ঘেমে যাওয়া এবং পায়ে বিশ্রি দুর্গন্ধ হওয়ার সমস্যা আর থাকে না। পা খুব ভালো করে পরিষ্কার করে, হাতে সামান্য বেকিং সোডা নিয়ে পায়ে ভালো করে ঘষে নিন।

(২)লবণ-পানির ব্যবহার: লবণ-পানি পায়ে ফাঙ্গাসের আক্রমণ ঠেকাতে সাহায্য করে। নিয়মিত লবণ পানির ব্যবহারে পা অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা একেবারেই কমে আসে। প্রতিদিন বাড়িতে ফিরে সামান্য উষ্ণ গরম পানিতে লবণ মিশিয়ে এতে পা ডুবিয়ে রাখুন অন্তত ১৫ থেকে ২০ মিনিট।

(৩)সুতির মোজা ব্যবহার: যাদের পা অতিরিক্ত ঘামে তারা সুতি মোজা ব্যবহার করুন।ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভালো। এছাড়া মসলাদার (স্পাইসি) খাবার-দাবার এড়িয়ে চলুন।

(৪)জুতা রোদে দিন: সপ্তাহে অন্তত একবার জুতার ভেতরে সুগন্ধি পাউডার দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিন। মাঝেমধ্যে জুতাগুলোকে রোদে দিন।

(৫)একই মোজা দু’দিন ব্যবহার করবেন না: নিয়মিত পা পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফিরে গরম পানিতে একটু লবণ ফেলে ভালো করে পা ধুয়ে নিন।এছাড়া একই মোজা দু’দিন ব্যবহার করবেন না।

গোনিউজ২৪/এমএএস

লাইফস্টাইল বিভাগের আরো খবর