শিশির ভেজা ঘাসে হাটার উপকারিতা জানলে অবাক হবেন


নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ১০:২৭ এএম
শিশির ভেজা ঘাসে হাটার উপকারিতা জানলে অবাক হবেন

সকালের শিউলি পড়া শিশির ভেজা ঘাসে ভোর বেলায় খালি পায়ে হাঁটছেন, এটা ভাবার অনুভুতিই তো ভালো লাগার।সত্যি সত্যি হাটার উপকারিতাও কিন্তু অনেক।   

> ভোরবেলা খালি পায়ে ঘাসে হাঁটলে মন খুব শান্ত থাকে হাঁটার মাধ্যমে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করি 
> সূর্যের আলো দেহে ভিটামিন ডি যোগায়
> চোখের জন্যও ঘাসের সবুজ রং উপকারি 
> ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে
> পায়ের গোড়ালি ও পায়ের পেশি মজবুত হয়
> হাঁটু ও পিঠের ব্যথা দূর করে। 

প্রতিদিন সকালে ঘাসের ওপর দিয়ে মাত্র অন্তত ১৫ মিনিট হাটুন। শরীর-মন দুই-ই ভালো থাকবে।  

গোনিউজ২৪/এমএএস
 

লাইফস্টাইল বিভাগের আরো খবর