মহিলার দিকে কু-নজরে তাকালে ‍কি হয় দেখুন


নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৮, ১২:৪০ পিএম
মহিলার দিকে কু-নজরে তাকালে ‍কি হয় দেখুন

মহিলা নির্যাতন বর্তমানে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। অথচ ‘রামচরিতমানস’-এর মতো মহাকাব্যেই কিন্তু এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
মহিলাদের অসম্মান করার ফল হতে পারে মারাত্মক। 
মহাকবি তুলসীদাস বিরচিত ‘রামচরিতমানস’-এ এমন চার মহিলার কথা বলা হয়েছে, যাদের কোনও অবস্থাতেই অসম্মান করা উচিত নয়। তাদের প্রতি কুনজর দিলে তা মহাপাপ হয়। এমন করলে সারাজীবন তার ফল ভুগতে হয় বলেই দাবি করা হয়। 

• ভাতৃবধূ— ছোট ভাইয়ের স্ত্রী বাড়ির পূত্রবধূর সমান। তার দিকে কুনজর কখনও দেওয়া উচিত নয়। এমন কাজ কেউ করলে তার ফল খারাপ হয়। কোনওভাবেই এই পাপের প্রায়শ্চিত্ত করা যায় না। 

• পুত্রবধূ নিজের মেয়ের সমান হয়। তার সম্মান রক্ষা করা গোটা পরিবারের কর্তব্য। ভুলেও নিজের পুত্রবধূকে অপমান করা উচিত নয়। অপমানিত হতে দেখলেও তার প্রতিবাদ করা উচিত।

• নিজের মেয়ের সম্মান করা, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে তাকে রক্ষা করা সব পিতার কর্তব্য। নিজের কন্যার সঙ্গে খারাপ ব্যবহার করার থেকে বড় পাপ আর কিছু নেই। কেউ এমন করলে তা মহাপাপ হয়।

• নিজের ছোট বোনকে মেয়ে আর বড় বোন মাতৃসমা। কেউ যদি নিজ স্বার্থে বোনকে অপমান করে বা তার লাঞ্ছনা সহ্য করে, তবে সেই ভাইয়ের কপালে অনেক দুঃখ থাকে।

গোনিউজ২৪/এমএএস

লাইফস্টাইল বিভাগের আরো খবর