চুল পড়া বন্ধ করুন


নিউজ ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৮, ০৪:৩৪ পিএম
চুল পড়া বন্ধ করুন

কম - বেশি অনেকেই চুলের সমস্যায় ভুগে থাকেন। চুল পড়া একবার শুরু হলে আর বন্ধ হতে চায় না। চুলের টেনশনে আমাদের সকল কাজই প্রায় বন্ধ হয়ে যায়! চুল পড়া রোধে আমরা কত রকমের কাজ করে থাকি। শ্যাম্পু পরিবর্তন করে থাকি, নানানরকম প্যাক ও তেল ব্যবহার করে থাকি। কিন্তু আমরা হাতের কাছের সহজলভ্য উপাদানগুলোর ব্যবহারই ভুলে যাই। 

চুলের সমস্যা সমাধানে ডাবের পানি এবং লেবুর রসের প্যাক তৈরির পদ্ধতি নিচে দেওয়া হলো : 

উপকরণঃ

(১) লেবুর রস

(২) ডাবের পানি

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

(১)  এক চা চামচ লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ ডাবের পানি মিশিয়ে মিশ্রণটি স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।  তারপর সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

(২)  এই ঘরোয়া হেয়ার প্যাক-টি সপ্তাহে অন্তত একবার লাগালে চুলের গোড়া এত মজবুত হয় যে চুল পড়ার হার কমতে শুরু করে। সেই সঙ্গে চুলের সৌন্দর্যও বৃদ্ধি পায় চোখে পড়ার মতো।

সূত্রঃ ওমেন্সকর্নার

গোনিউজ২৪/এমএএস

লাইফস্টাইল বিভাগের আরো খবর