প্রাকৃতিক উপায়ে দূর করুন উকুন


লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ০৪:০১ পিএম
প্রাকৃতিক উপায়ে দূর করুন উকুন

উকুন একটি বিব্রতকর সমস্যা। একবার চুল উকুনে আক্রান্ত হলে সহজে মুক্তি পাওয়া যায় না। বাজারের বিষাক্ত কেমিক্যালযুক্ত উকুননাশক ব্যবহার না করে প্রাকৃতিক উপাদানের সাহায্যে দূর করতে পারেন উকুন। 

জেনে নিন কীভাবে।

পেঁয়াজ
-একটি পেঁয়াজের রস সংগ্রহ করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান।
-শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ৪ ঘণ্টা।
-চিকন দাঁতের চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিন চুল।
-শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন উকুন দূর করার জন্য।

লবণ
-১/৪ কাপ ভিনেগারের সঙ্গে সম্পরিমান লবণ মিশিয়ে স্প্রে বোতলে নিন।
-দ্রবণটি চুলের গোড়ায় স্প্রে করে ম্যাসাজ করুন।
-শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ১ ঘণ্টা।
-চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।
-শ্যাম্পু ও কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন ভালো করে।
-সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন এটি। 

 

গো নিউজ২৪/জা আ 

লাইফস্টাইল বিভাগের আরো খবর