ধূমপান করেন? দৃষ্টিশক্তি হারাবেন অকালে


লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৭, ১১:৩০ এএম
ধূমপান করেন? দৃষ্টিশক্তি হারাবেন অকালে

নিউজ ডেস্ক: আপনি কী ধূমপানে আসক্ত।  নিকোটিনের নেশা কিছুতেই পিছু ছাড়ছে না, তাই না? বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন? কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এ কথা সবারই জানা।  ধূমপানের ফলে ক্যান্সার, হৃদরোগের আশঙ্কাসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়।  এছাড়াও ধূমপান এবং অন্যান্য তামাক সেবনের কারণে চিরদিনের মতো আপনি আপনার দৃষ্টিশক্তি হারাতে পারেন।  এমনটাই দাবি, এইমসের চিকিৎসকদের।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে- ক্যানসার, শ্বাসকষ্টের মতো রোগের পাশাপাশি অন্ধত্বও হয় ধূমপান এবং তামাক সেবনের কারণে এবং এই অন্ধত্বে সেরে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।  শুধু অন্ধত্বই নয়, তামাক থেকে চোখে পড়তে পারে ছানি।  কারণ ধূমপান ও তামাকজাত বস্তু সেবন অপটিক নার্ভকে দুর্বল করে দেয়।

চিকিৎসকরা আরও জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে যারা তামাকজাত দ্রব্য সেবন করছেন তাদের চোখে ছানি পড়ার আশঙ্কা অন্যদের থেকে বেশি।

এইমসের পরিসংখ্যান বলছে, সেখানে যত দৃষ্টিহীন রোগী আসে তাদের প্রায় ৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তামাকের কারণে।  এছাড়া চোখে সংক্রমণের জন্য সাধারণত স্টেরয়েড থাকা যে আইড্রপ দেওয়া হয় তা দীর্ঘকাল ব্যবহার করলে গ্লুকোমা হতে পারে।  

গোনিউজ২৪/এমবি

লাইফস্টাইল বিভাগের আরো খবর