ওরাল সেক্স বিপজ্জনক, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা


লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০১৭, ০৫:৫০ পিএম
ওরাল সেক্স বিপজ্জনক, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওরাল সেক্সকে বিপজ্জনক আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওরাল সেক্সের কারণে গনোরিয়া হয়। আর কনডম ব্যবহারে অনীহা এটিকে ছড়িয়ে দিচ্ছে। গরীব বিশ্বের দেশগুলোর মানুষ এতে বেশি ভুগছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা গনোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে না।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বর্তমান সময়ে গনোরিয়ায় আক্রান্ত হলে তা প্রতিরোধ করা খুব কঠিন, কিছু কিছু ক্ষেত্রে তা অসম্ভব। যৌনতার মাধ্যমে ছড়ানো ইনফেকশন এত বেশি দ্রুত ছড়ায় যে আর এন্টিবায়োটিক কাজ করে না।  

৭৭টি দেশের ওপর জরিপ চালিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা এ জরিপ করে। ডা. টিওডোরা ভাই নামের প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, জাপান, ফ্রান্স ও স্পেনে তারা তিনটি কেস চিহ্নিত করেছেন যেখানে ইনফেকশন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।  

টিওডোরা ভাই বলেন, 'গনোরিয়া খুবই দুষ্টু ভাইরাস। আপনি যতই নতুন এন্টিবায়োটিক গ্রহণ করুন, তারা প্রতিরোধ তৈরি করে।' -বিবিসি

গো নিউজ২৪/পিআর
 

লাইফস্টাইল বিভাগের আরো খবর