ইফতারে মজাদার কিমা আলুর চপ


লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৭, ১২:৪৩ পিএম
ইফতারে মজাদার  কিমা আলুর চপ

আজ ইফতারের মেন্যুতে আলুর চপ থাকবে রাখতে পারেন।  প্রতিদিন একই স্বাদের আলুর চপ খেতে ভালো না লাগলে, ভিন্ন স্বাদে ঘরেই তৈরি করুন কিমা আলুর চপ। 

জেনে নিন সুস্বাদু কিমা আলুর চপ তৈরির রেসিপি।

উপকরণ:

  • গরু/খাসি/মুরগির মাংস—এক কাপ কিমা করা
  • সেদ্ধ আলু—এক কাপ
  • পেঁয়াজ কুচি—আধা কাপ
  • কাঁচামরিচ কুচি ও পুদিনাপাতা/ধনেপাতা কুচি—পছন্দমতো 
  • আদা ও রসুন বাটা—এক চা চামচ
  • গরম মসলার গুঁড়া—আধা চা চামচ
  • গোলমরিচ গুঁড়া—আধা চা চামচ
  • লবণ/বিট লবণ—স্বাদমতো
  • সয়াসস—এক চা চামচ
  • ডিম—একটি
  • ব্রেডক্রাম—এক কাপ
  • তেল—পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

  • প্রথমে কিমা করা মাংসের মধ্যে গরম মসলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও সামান্য তেল দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিতে হবে। 
  • সেদ্ধ করে পানি ঝারিয়ে রাখুন।
  • এরপর সেদ্ধ আলু হাতে চটকে মিহি করে নিন। 
  • এতে গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদমতো দিয়ে মাখিয়ে রাখুন।এখন সামান্য তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও পুদিনাপাতা/ধনেপাতা দিয়ে হালকা ভেজে নিন। 
  • মিহি করা আলু ও কিমার সঙ্গে এই মিশ্রণ ভালো করে মিশিয়ে নিন।
  • এরপর পছন্দমতো চপের আকার করে ফেটানো ডিমে ডুবিয়ে ও ব্রেডক্রামে গড়িয়ে নিন।গরম ডুবো তেলে চপগুলো ছেড়ে দিন এবং বাদামি রঙ করে ভেজে নামিয়ে নিন। 

এবার সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কিমা আলুর চপ।

সুস্বাদু কিমা আলুর চপ

গো নিউজ২৪/পিআর
 

লাইফস্টাইল বিভাগের আরো খবর