সেহরিতে কি খাবেন আর কি না খাবেন! সবার জানা দরকার


লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৪:২৩ এএম
সেহরিতে কি খাবেন আর কি না খাবেন! সবার জানা দরকার

সুস্থভাবে রোজা করতে চাইলে কিছু খাবার আমাদের সাহরিতে বর্জন করা উচিত। চলুন জেনে নেওয়ার যাক সেহরিতে কি খাবেন আর কি খাবেন না। কেননা রোজা রাখাটা যেমন জরুরি, তেমনি নিজেকে সুস্থ রাখাটাও জরুরি।

কি না খাবেন

বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এগুলো খেলে প্রচুর পানি পিপাসা পায়। তাই এই খাবারগুলো সাহরিতে না খাওয়াই ভালো। অতিরিক্ত তৈলাক্ত খাবার না খাওয়া ভালো।

কি খাবেন

ভাতের সঙ্গে উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার হিসেবে ডাল, ডিম, মাছ, মাংস রাখতে পারেন। যথা সম্ভব চেষ্টা করুন শাকসবজি এবং মাছ বেশি করে খাওয়ার। এতে শরীরে পানির চাহিদা কম হবে আর আপনিও সুস্থ থাকবেন।

 

গো নিউজ২৪/জা আ 

লাইফস্টাইল বিভাগের আরো খবর