শীতে ঠোঁটের যত্ন


প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৬, ১২:২৪ পিএম
শীতে ঠোঁটের যত্ন

শীতের সময়টাতে ঠোঁট অনেক বেশি শুকিয়ে যায়; রুক্ষ ও খসখসে হয়ে যায়। তাই এখন চাই বাড়তি যত্ন। কীভাবে ঠোঁটের শুষ্কতা দূর করে নরম ও মসৃণ রাখবেন একনজরে চোখ বুলিয়ে নিন :

নারকেল তেল

রাতে ঘুমানোর আগে হাতের আঙুলে নারকেল তেল নিয়ে ঠোঁটে ভালোভাবে ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন, শুষ্কতা দূর হয়ে ঠোঁট হবে নরম ও মসৃণ।

পেট্রোলিয়াম জেলি

ঠোঁটের জন্য এটি বেশ সহজ ও কার্যকর একটি উপাদান। সময় পেলেই ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগান। রাতে ঘুমানোর আগে অবশ্যই এই উপাদান ব্যবহার করবেন। দেখবেন, ঠোঁটের শুষ্কতা একবারে দূর হয়ে যাবে।

অ্যালোভেরার রস

প্রতিদিন সামান্য অ্যালোভেরার রস হাতের আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। পাঁচ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ঠোঁটের শুষ্কতা দূর করার পাশাপাশি উজ্জ্বলও করে।

অলিভ অয়েল

অলিভ অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যা ঠোঁটের জন্য খুবই উপকারী। নিয়মিত ঠোঁটে অলিভ অয়েল ব্যবহার করুন। এতে ঠোঁট রুক্ষ হওয়ার আশঙ্কা কম থাকবে।

কাঠবাদামের তেল

ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদামের তেল ঠোঁটের জন্য বেশ উপকারী। সামান্য কাঠবাদামের তেল আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। ভালো ফল পাবেন। এই তেল সব ধরনের ত্বকেই ব্যবহার করতে পারেন।

গোনিউজ২৪/এমএইচএস

লাইফস্টাইল বিভাগের আরো খবর