গাছের যত্নে আপনার করণীয়


প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৬, ০১:১৭ পিএম
গাছের যত্নে আপনার করণীয়

অনেকে শখের বসে গাছ লাগিয়েছেন টবে কিন্তু গাছ লাগানোই শেষ কথা নয়।এর ঠিকমত পরিচর্যা না করলে পুরো চেষ্টাই বিফলে যাবে। নিয়মিত যত্নের মাধ্যমে গাছ হয়ে উঠতে পা্রে সুন্দর,সতেজ।

বাসার বারান্দায় টবে গাছ লাগিয়ে যেমন পরিবেশ সুন্দর করতে পারবেন ঠিক তেমনি নির্মল বাতাসের জোগান দিবে এই গাছ। শহুরে জীবনে আপনার ভালো লাগার সঙ্গী হতে পারে এই গাছ।

এই গাছ সুন্দর রাখার জন্য রইল কিছু টিপসঃ

১। কখনোই গাছে খুব বেশি বা খুব কম পানি দেয়া ঠিক নয়।যতটুকু এর ধারণ ক্ষমতা রয়েছে ঠিক তত টুকুই দিতে হবে।সকাল অথবা বিকালে পানি দেয়া ভালো যখন রোদের তেজ কম থাকবে।

২। গাছের জন্য দরকার রয়েছে সারের যা আপনি বাসায় নিজেই বানিয়ে নিতে পারেন ।এক গ্যালন পানির মধ্যে দুই টেবিল চামচ আপসম সল্ট মিলিয়ে তৈরি করতে পারেন সার।যা মাসে একবার ব্যবহারেই উপকার পাবেন।

৩। এছাড়া সার হিসেবে চা পাতা এবং ডিমের খোসা গুড়ো করে একসাথে বেশ খানিকটা জমিয়ে দিতে পারেন ।যা এক/দু সপ্তাহ পর পর দিলেই চলবে।

৪।গাছে প্রায়ই পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়।এর জন্য আপনি এক গ্যালন পানিতে এসপিরিন ট্যাবলেট গুলিয়ে স্প্রে এর সাহায্যে গাছে দিতে পারেন।

৫। গরমে গাছের পাতা বিবর্ণ হয়ে পরলে কম আলো পৌছায় এমন স্থানে রাখুন।

৬। সময়মত গাছের ডালপালা ছেটে দিন এবং আগাছা পরিষ্কার করুন।

৭। গাছ কিনে এক স্থান থেকে অন্য স্থানে নেবার দূরত্ব বেশি হলে ভেজা চা পাতা দিয়ে নিন।

 

গো-নিউজ২৪/ সিরাজী শাহরিন/এমএইচএস

লাইফস্টাইল বিভাগের আরো খবর