ভরা পেটে সহ*বা*সে লিপ্ত হলে গভীর বিপদ!


গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৩:২৪ পিএম
ভরা পেটে সহ*বা*সে লিপ্ত হলে গভীর বিপদ!

মনে হতে পারে, স;হ;বাসে লিপ্ত হওয়ার জন্য আবার কোনো সময় লাগে নাকি? এমন ধারণা অনেকের মনেই রয়েছে। কিন্তু যখন তখন স;হ;বাসে ডেকে এনেছে গভীর বিপদ। বিশেষত রাতের বেলায় খাবার খেয়েই সহ;বাসে লিপ্ত হচ্ছেন বেশিরভাগই আর এতেই বাড়ছে গভীর বিপদ।

বিশেষজ্ঞদের মতে, ভরা পেটে খাবার খেয়েই সহ;বাসে লিপ্ত হলে ক্রমশই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, যার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং ভরা পেটে খাবার খেয়ে সহ;বাসে লিপ্ত হওয়ার আগে সাবধান হোন এখনই।

যৌ;নতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌ;নতাকে উপভোগ করে। তবে যৌ;নতা নিয়ে বিভিন্ন প্রশ্ন অনেকেরই মনে ঘোরাফেরা করে। সক্ষমের সময়টাতে সবারই ভিন্ন ভিন্ন মতামত থাকে।

সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা গেছে, ভরা পেটে সহ;বাস করলেই মৃত্যুর একধাপ এগিয়ে যাবেন আপনি।

সমীক্ষা বলছে, ভরা পেটে খাবার খেয়েই সহ;বাসে লি;প্ত হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। তবে শুধু হার্ট অ্যাটাকই নয় স্ট্রোকও ঘটে যেতে পারে যে কোনো সময়। কখনোই ভরা পে;টে সহবা;সে লিপ্ত হবেন না।

সূত্রঃ অ্যাসিসটেন্ট নিউজ

গোনিউজ২৪/আর এ জে

লাইফস্টাইল বিভাগের আরো খবর