স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০, ০৩:৪৬ পিএম
স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

দেশের বেসরকারি কলেজ ও স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর ফলে আপাতত শিক্ষক নিয়োগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বেশ কিছু রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মো. সিদ্দিক উল্ল্যাহ মিয়া।

এর আগে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৮ হাজারের বেশি এন্ট্রি লেভেলের শিক্ষক পদ শূন্য আছে বলে তথ্য পাওয়া যায়। যেগুলোর তথ্য গত ফেব্রুয়ারিতে সংগ্রহ করেছিল এনটিআরসিএ। এরপর গত ১০ মাসে শূন্য পদের সংখ্যা আরও কয়েক হাজার বৃদ্ধি পায়।

এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করার দাবি জানিয়ে আসছেন নিবন্ধিত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় কয়েকটি রিটের শুনানি নিয়ে নিয়োগ কার্যক্রমের ওপর আপাতত নিষেধাজ্ঞা দিলেন হাইকোর্ট।

আইন-আদালত বিভাগের আরো খবর