পুলিশি হয়রানির শিকারে কী করণীয়?


নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৮, ০৭:৩৮ পিএম
পুলিশি হয়রানির শিকারে কী করণীয়?

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখা যায় চেকপোস্টে এক নারীকে হয়রানি করা হয়েছে। হয়রানির অভিযোগে দুই পুলিশ সদস্যকে এরইমধ্যে বরখাস্ত করা হয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত চলছে।

পুলিশ কর্তৃক এমন কোনো ঘটনার বা হয়রানির শিকার হলে কী করবেন, তা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মুখপাত্র সোহেল রানা।

তিনি ৫টি উপায়ের কথা তুলে ধরেছেন-

১. যে চেকপোস্টে হয়রানির শিকার হবেন, সেখানকার ইউনিটপ্রধানের কাছে প্রাথমিক অবস্থায় অভিযোগ দায়ের করা যাবে।

২. নাহলে সংশ্লিষ্ট থানায় সরাসরি যোগাযোগ করে দায়িত্বরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে অভিযোগ করতে হবে।

৩. থানাতেও যদি প্রয়োজনীয় সেবাটি না পাওয়া যায়, তাহলে তার চাইতেও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে যেতে হবে।

৪. বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটেও সরাসরি অভিযোগ দায়ের করার সুযোগ আছে।

৫. সবশেষে কোনো ভুক্তভোগী যদি মনে করেন যে- এই অভিযোগ দায়েরের পরও তিনি ন্যায়বিচার পাননি, তাহলে তিনি অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ সদর দফতরে আইজিপি কমপ্লেইন মনিটরিং নামে একটি সেল রয়েছে, সেখানে অভিযোগ করতে পারেন।

গো নিউজ২৪/কাসা

আইন-আদালত বিভাগের আরো খবর