১৬৪৩০ নম্বরে ডায়াল করলেই মিলবে আইনি সহায়তা


প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৬, ০৬:৫১ পিএম
১৬৪৩০ নম্বরে ডায়াল করলেই মিলবে আইনি সহায়তা

দেশের নাগরিকদের আইনি সহায়তা দিতে চালু হয়েছে জাতীয় হেল্পলাইন। এখন থেকে ১৬৪৩০ নম্বরে ফোন করে যে কোনো নাগরিক বিনা মূল্যে আইনি সহায়তা নিতে পারবেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেবা কার্যক্রমটি চালু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘বহু মানুষ বিচার পান না, অনেকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন। তারা বা তাদের পরিবারের সদস্যরা জানেনই না যে, কিভাবে এ দু:সহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আইনগত সহায়তা পেতে হয়। তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার।’

তিনি আরো বলেন,  সরকার সবার বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায়। দুস্থদের বিচারে সহায়তা দিতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

এম/ এটি

আইন-আদালত বিভাগের আরো খবর