এক নজরে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০১৮, ১১:২৬ এএম
এক নজরে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করা হয় ২০০৮ সালের ৩রা জুলাই, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়।

মামলার মূলে রয়েছে এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া টাকা ট্রাস্টে না রেখে আত্মসাৎ করার অভিযোগ। এ মামলাার রায়কে ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠার। দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

এক নজরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা:

১. রমনা থানায় ২০০৮ সালের ৩ জুলাই মামলা দায়ের করা হয়। 

২. মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ।

৩. এজাহারে টাকা আত্মসাতের (ঘটনার) সময়কাল হিসেবে ১৩ নভেম্বর

৪. ১৯৯৩ হতে ২৮ মার্চ ২০০৭ সালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

৫. ২০১০ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়।

৬. মামলার কার্যদিবস ২৬১ দিন ।

৭. খালেদা জিয়া হাজিরা দেন ৪৩ দিন।

৮. খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন আট দিন।

৯. সব মিলিয়ে বর্তমানে এ মামলার আসামির সংখ্যা ছয়জন।

১০. এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন।

১১. গত ২৫ জানুয়ারি ২০১৮ রায়ের দিন ধার্য করেন বিশেষ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান।

১২. রায়ের দিন ধার্য ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০১৮।

গো নিউজ২৪/এমআর

আইন-আদালত বিভাগের আরো খবর