রোহিঙ্গা নারীকে বিয়ে করায় লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৮, ০৪:০৯ পিএম
রোহিঙ্গা নারীকে বিয়ে করায় লাখ টাকা জরিমানা

ঢাকা : এক রোহিঙ্গা নারীকে বিয়ে করায় বরের বাবাকে এক লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এ টাকা আদালতের সংশ্লিষ্ট শাখায় জমা না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

সোমবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে রিট খারিজ করে এই আদেশ দেন। রিটটি দায়ের করেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারগ্রামের বাবুল হোসেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এবিএম হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

উল্লেখ্য, রোহিঙ্গা নারীর রাফিজাকে শোয়াইব হোসেন জুয়েল নামের এক যুবক বিয়ে করলে তার বাবা বাবুলের বিরুদ্ধে আদালত এ জরিমানা ধার্য করেন।

মানিকগঞ্জের চারিগ্রামের শোয়াইব হোসেন জুয়েল যাত্রাবাড়ীর একটি মাদরাসায় শিক্ষকতা করেন। গেল সেপ্টেম্বরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের কাছে একটি মসজিদে নিয়ে রাফিজা নামে ১৮ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে বিয়ে করেন তিনি। বিয়ের ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর থেকে রাফিজাকে নিয়ে পালিয়ে আছেন জুয়েল।

গো নিউজ২৪/আই

আইন-আদালত বিভাগের আরো খবর