আট জাতীয় দিবস পালনে বাধ্যকতার রিট খারিজ


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৮, ০১:৩০ পিএম
আট জাতীয় দিবস পালনে বাধ্যকতার রিট খারিজ

আটটি জাতীয় দিবস সব রাজনৈতিক দল ও নাগরিককে বাধ্যতামূলক পালন করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ আদেশ দেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, নাগরিকদের এসব দিবস পালনে বাধ্য করার নির্দেশনা দেওয়া আমাদের আওতায় পড়ে না। এটা দেখার দায়িত্ব জনগণের নির্বাচিত এমপিদের।

গত ৩ জানুয়ারি বুধবার মো. শহীদুল হক নামের এক ব্যাক্তি এ রিট আবেদনটি দায়ের করেছিলেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, প্রতি বছর ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ৩ নভেম্বর চার নেতার জেলহত্যা দিবস ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ও ‘জয় বাংলা’ সকলে রাজনৈতিক দলসহ সব নাগরিকের জন্য পালন বাধ্যতা মুলক চেয়ে নির্দেশনা চাওয়া হয়েছিলো। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

গো নিউজ২৪/এবি

আইন-আদালত বিভাগের আরো খবর