এবার ঝিনাইদহে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা


ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৭, ০৪:১৯ পিএম
এবার ঝিনাইদহে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকি সম্পর্কে কটুক্তি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অস্বীকার করায় ঝিনাইদহে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এক হাজার কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন।

দায়ের করা বাদীপক্ষে আইনজীবী ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান।

অভিযোগে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর মাহমুদুর রহমান ঢাকা জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন। এতে রাষ্ট্র অস্থিতিশীল এবং আওয়ামী লীগের সুনাম ও সম্মান হানি হয়েছে।

এর আগে একই অভিযোগে সিলেট, হবিগঞ্জেও মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গোনিউজ২৪/কেআর

 

আইন-আদালত বিভাগের আরো খবর