সাংবাদিক পেটানোর মামলা: ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে


জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৩:৫৪ পিএম
সাংবাদিক পেটানোর মামলা: ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে

পাবনা: পাবনায় সাংবাদিক পেটানোর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর পেশাগত দায়িত্ব পালন করতে গেলে পাবনায় কর্মরত ৪ সাংবাদিককে মারধর করে শিরহান শরিফ তমাল ও তার সহযোগীরা। এ ঘটনায় ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ওই দিন রাতেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে আজ দুপুরে শিরহান শরিফ তমাল পাবনা আদালতে আত্মসমর্পন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, ৪ সাংবাদিকের ওপর হামলা এবং তাদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রাখেন পাবনায় কর্মরত সাংবাদিকরা।

পাবনা প্রেসক্লাব মঙ্গলবার রাতে নির্বাহী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করে সিদ্ধান্ত নেয়, অবিলম্বে শিরহান শরীফসহ অন্য জড়িতদের গ্রেপ্তার করা না হলে প্রেসক্লাব বৃহত্তর কর্মসূচি দেবে।

গোনিউজ/এমবি
 

আইন-আদালত বিভাগের আরো খবর