হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড


নাটোর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৭, ০৬:০৯ পিএম
হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

হেরোইন রাখার দায়ে নাটোরে খান জাহান (৫১) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত খান জাহান নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৪ সালের ১১ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর গ্রাম থেকে খান জাহানকে গ্রেফতার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

এ সময় তার বসতঘরের বাইসাইকেলের সিট কভারের ভেতর থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নাটোর সার্কেলের পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে রাতেই বাগাতিপাড়া মডেল থানায় একটি মামলা রুজু করেন। ওই মামলার শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

গোনিউজ২৪/কেআর

 

আইন-আদালত বিভাগের আরো খবর