শিশু চেতন হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড


জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৭, ০৩:৪০ পিএম
শিশু চেতন হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের শিশু সুজন ওরফে চেতন পণ্ডিত (১৩) হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে আকরাম হোসেন পলাতক রয়েছেন।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- একই উপজেলার লাউটিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে আকবর আলী (৪০), জালাল উদ্দিনের ছেলে তানভীর হাসান আনিছ (৩২) ও আব্দুস সোবহানের ছেলে আকরাম হোসেন (৩৫)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে আকরাম হোসেন পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মোবাইল ফোন বিক্রিকে কেন্দ্র করে ২০১১ সালের ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ১০টার মধ্যে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের সুজন ওরফে চেতন পণ্ডিতকে হত্যার পর দণ্ডপ্রাপ্ত আসামিরা লাশ ফিসারির পাশে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন সুজনের বাবা খোকন পণ্ডিত বাদী হয়ে ওই তিন আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সঞ্জীব সরকার সঞ্জু ও অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, আসামি পক্ষের আইনজীবী ছিলেন ফজলুর রহমান। 

গোনিউজ/এমবি

আইন-আদালত বিভাগের আরো খবর