যশোর জেলা স্পেশাল জজের বিরুদ্ধে আদালতে দুর্নীতির অভিযোগ


স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৯:৪৩ পিএম
যশোর জেলা স্পেশাল জজের বিরুদ্ধে আদালতে দুর্নীতির অভিযোগ

১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে যশোর থেকে সদ্য বদলি হওয়া স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হয়েছে। নির্মল কান্তি বৈরাগী নামে একজন আইনজীবী সহকারী বৃহস্পতিবার জেলা জজ আদালতে অভিযোগ দায়ের করেন। বিচারক মো. আমিনুল ইসলাম তার আবেদনটি গ্রহণের ব্যাপারে আগামী ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য্য করেছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাডভোকেট এমএ গফুর জানান, অভিযোগ দায়েরকালে বাদির পক্ষে আদালতে উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবি উপস্থিত ছিলেন।

এদিকে সিনিয়ার আইনজীবী ও আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট আলী রায়হানের নেতৃত্বে যশোর বারের আইনজীবীদের একটি অংশ বিচারকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিরোধিতা করেন। এসময় দু’পক্ষের মধ্যে হট্টগোল হয়।

বাদির অভিযোগ, একটি মামলার রায় পক্ষে দেয়ার চুক্তিতে গত আগস্ট মাসে দুই দফায় ১০ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন জেলা স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহা। কিন্তু শেষ পর্যন্ত  রায় তাদের অনুকুলে দেননি।

উল্লেখ্য, যশোরের স্পেশাল জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে গত তিনদিন আগে পটুয়াখালিতে বদলি করা হয়। যশোরে দায়িত্ব পালনকালে তার আদালতে বেশ কয়েকটি আলোচিত মামলার রায় ঘোষিত হয়। এরমধ্যে দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় গত ৩০নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ মশিউর রহমানের বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ- ১ আসনের সাবেক সাংসদ এম আব্দুল ওহাবের ৮ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।

গোনিউজ২৪/কেআর

 

আইন-আদালত বিভাগের আরো খবর