স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৭, ০৮:২০ পিএম
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত চার মাসের জেল প্রদান করা হয়েছে।

রবিবার  মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি হলো মৌলভীবাজারের জুড়ী উপজেলার কুচাই চা বাগানের নারায়ন রাজ ভরের ছেলে চা শ্রমিক বিজয় রাজ ভর।

মৌলভীবাজারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কৃপাসিন্দু দাশ রায়ের সত্যতা নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৫ জুলাই রাতে ভাত খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে স্ত্রী নিলা রাজ ভরকে দা দিয়ে কুপিয়ে জখম করে স্বামী বিজয় রাজ ভর। এতে ঘটনাস্থলেই নিলার মৃত্যু হয়। পরে থানায় বিজয় রাজ ভরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।  

দীর্ঘ ৯ বছর পর আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি বিজয় রাজ ভরকে দন্ডবিধির ৩০২ ধারায় দোষি সাব্যস্ত করে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

গোনিউজ২৪/কেআর

 

 

আইন-আদালত বিভাগের আরো খবর