খালেদার গাড়ি বহরে হামলা: রিমান্ড শুনানি আজ


জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৭, ১১:৫২ এএম
খালেদার গাড়ি বহরে হামলা: রিমান্ড শুনানি আজ

ফেনী: ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথম দফায় গ্রেপ্তারকৃত নুরের সালাম মিলনসহ ছয় জনের মধ্যে ৫ জনেরই পাঁচদিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

রোববার ওই রিমান্ডের শুনানি হবে বলে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক শ্যামল দাস। তিনি জানান, আজ অন্যান্য আসামিদের রিমান্ড চাওয়া হবে।

এদের মধ্যে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি নুরের সালাম মিলন ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

এদিকে এ ঘটনায় প্রথম দফায় (৩১ অক্টোবর) ৬ জন, দ্বিতীয় দফায় (০১ নভেম্বর) ১৩ জন, গত দুইদিনে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ২৩ আসামিকে খালেদা জিয়ার গাড়ি বহরের পাশে দুই বাসে পেট্রোল বোমা হামলার আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। 

গোনিউজ২৪/এমবি
 

আইন-আদালত বিভাগের আরো খবর