সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৫ আইনজীবী


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৭, ০৬:৫৮ পিএম
সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৫ আইনজীবী

ঢাকা: সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের ২৫ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ জানানো হয়েছে এই খবর।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটার (দায়িত্বপ্রাপ্ত) রঞ্জন কুমার সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২–এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের ২৫ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

এর মাধ্যমে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১২১। বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল, দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ৪৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

গোনিউজ২৪/কেআর

আইন-আদালত বিভাগের আরো খবর