ব্লু হোয়েল গেম বন্ধ চেয়ে রিট


প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৭, ১২:২৭ পিএম
ব্লু হোয়েল গেম বন্ধ চেয়ে রিট

নীল তিমি বা ব্লু হোয়েল গেম বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবসহ তিন আইনজীবী এ রিট দায়ের করেন। এ ছাড়া রিটে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, নীল তিমি বা ব্লু হোয়েল একবিংশ শতকের অনলাইন গেমগুলির মধ্যে একটি হিসাবে দাবীকৃত। মূল নাম সিনিয় কিত থেকে ধারণা করা হয় একটি রুশ অনলাইন প্রতিযোগিতামূলক খেলা। সোশ্যাল গেমিং পাতার প্রশাসকের নির্দেশ মোতাবেক ৫০ (পঞ্চাশ) দিন ধরে বিভিন্ন কাজ করতে হয় এবং সর্বশেষ চ্যালেঞ্জ হিসেবে অংশগ্রহণকারীকে আত্মহত্যা করার নির্দেশ দেয়া হয়। বিশ্বে এখনও পর্যন্ত ব্লু হোয়েল খেলতে গিয়ে ১৩০ জনেরও বেশি কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে বলে দাবী করা হয়।

গো নিউজ২৪/এসআর

আইন-আদালত বিভাগের আরো খবর