সুবহান, আজহার ও কায়সারের আপিল শুনানি ২১ নভেম্বর


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৭, ১১:৩৯ এএম
সুবহান, আজহার ও কায়সারের আপিল শুনানি ২১ নভেম্বর

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির (জাপা) নেতা সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিলের শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৬ আগস্ট মাওলানা আবদুস সুবহানের খালাস চেয়ে দায়ের করা আপিল আবেদনের শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেন আপিল বিভাগ। অন্যদিকে গত ১৩ আগস্ট এ টি এম আজহারুল ইসলাম ও সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন একই আদালত।

২০১৫ সালের ১৮ মার্চ মাওলানা সুবহানের খালাস চেয়ে আপিল আবেদনটি দায়ের করা হয়। ট্রাইব্যুনাল মাওলানা সুবহানকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় দিয়েছে, ওই রায়ে ৯২টি ত্রুটি সনাক্ত করে আপিল আবেদন দায়ের করা হয়।

অন্যদিকে এ টি এম আজহারুল ইসলাম খালাস চেয়ে ২০১৫ সালের ২৯ জানুয়ারি আপিল করেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

অন্যদিকে জাতীয় পার্টির নেতা সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার খালাস চেয়ে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলে ট্রাইব্যুনালের রায় বাতিলের পাশাপাশি তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়।

গো নিউজ২৪/এসআর

আইন-আদালত বিভাগের আরো খবর