লাখ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক


কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০১:৪০ পিএম
লাখ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

চার লাখ ৩৫ হাজার ইয়াবাবড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। আজ রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী এলাকা থেকে একটি নৌকাসহ ওই দুই নাগরিককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়।

আটক দুজন হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংগদুর মাংগালার বাসিন্দা মো. কামাল আহম্মদ (৪৫) ও মো. ইলিয়াস (৩০)।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জমাদ্দার প্রথম আলোকে বলেন, ভোররাতে বিজিবির টহল দল নাফ নদীতে সন্দেহজনক একটি নৌকা দেখতে পায়। পরে নৌকাটি থামার জন্য সংকেত দেয়। নৌকায় থাকা দুজন পালানোর চেষ্টা করলে বিজিবি সেটি আটক করে।

পরে সেটি থেকে দুটি ইয়াবাভর্তি বস্তা উদ্ধার করে। এগুলোর আনুমানিক দাম ১৩ কোটি ৪৭ লাখ টাকা। আটক দুজনকে থানা-পুলিশে সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে।

গো নিউজ২৪/এবি

আইন-আদালত বিভাগের আরো খবর