রোহিঙ্গা শরণার্থী বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন


আদালত প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৭, ০৮:১৯ পিএম
রোহিঙ্গা শরণার্থী বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন

ঢাকা: মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নে শিকার হয়ে দেশ ছেড়ে ছুটে আসছে লাখ লাখ রোহিঙ্গা। তারা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। রোহিঙ্গা শরণার্থী বিষয়ে নির্দেশনা চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট চেয়ে ওই আবেদন করা হয়েছে। আবেদনে বাংলাদেশ সরকার, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চে চলতি সপ্তাহেই আবেদনটির শুনানি হতে পারে।

আইনজীবী তানজিম সংবাদমাধ্যমকে জানান, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার ১৪ নম্বর ধারা অনুযায়ী, বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। এখন তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও আসে।

উল্লেখ্য, ১৯৫১ সালের শরণার্থী বিষয়ক কনভেনশনে সুরক্ষার বিষয়টি বলা আছে। আর ১৯৬৭ সালের প্রটোকলে সে কনভেনশনের সুরক্ষা দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ এ দুটির কোনোটিতেই স্বাক্ষর করেনি। ফলে একটি আইনি কাঠামোর শূন্যতা রয়ে গেছে। 

এছাড়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী বিষয়ক আইন থাকলেও বাংলাদেশে এবিষয়ে কোনো আইন না থাকায় রিট আবেদনটি করা হয়েছে বলে জানান তানজিম।

আবেদনে বলা হয়েছে, সরকার মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সম্প্রতি নতুন করে কয়েক লাখ রোহিঙ্গা দেশে ঢুকেছে। তাছাড়া পাকিস্তানি বিহারীরাও শরণার্থী হিসেবে বসবাস করে আসছে। বিশাল এই শরণার্থী জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা ও সুরক্ষার জন্য একটি আইনি কাঠামো থাকা খুবই জরুরি।

গোনিউজ২৪/এন

আইন-আদালত বিভাগের আরো খবর