বনশ্রীতে গৃহকর্মী ‘হত্যায়’ ২ মামলা, গৃহকত্রী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: আগস্ট ৫, ২০১৭, ০১:৩৭ পিএম
বনশ্রীতে গৃহকর্মী ‘হত্যায়’ ২ মামলা, গৃহকত্রী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলীর রহস্যজনক ‘মৃত্যু’ ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে হত্যার অভিযোগ এনে একটি মামলা করেছেন লাইলী আক্তারের (২৫) ভাসুর শহীদুল ইসলাম।

এ মামলায় আসামি করা হয়েছে বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন, তার স্ত্রী শাহনাজ ও বাসার দারোয়ান তোফাজ্জল হোসেন টিপুসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে। রাতেই মইন উদ্দিন, শাহনাজ ও তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে ভাঙচুর ও নাশকতার অভিযোগে বাদী হয়ে অন্য মামলাটি করেন খিলগাঁও থানার এসআই মনজুর রহমান। এ মামলায় অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (৪ আগস্ট) সকালে জি ব্লকের চার নম্বর রোড এলাকার জনৈক মুন্সী মইন উদ্দিনের সাত তলা বাড়িতে লাইলী নামে ওই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়। লাশ উদ্ধারের পর থেকেই এনিয়ে নানা কথা ছড়াতে থাকে। বিকেলে তা বিস্ফোরণে রূপ নেয়। 

গৃহকর্মীকে কুপিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল- একথা ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী গৃহকর্তার বাড়ি ঘেরাও করে। এরপর শুরু হয় বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ।

এ সময় গৃহকর্তার বাড়িতে হামলার পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। তারা পুড়িয়ে দেয় বাড়ির সামনে রাখা গাড়িও। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে তাদেরও বাধা দেয়া হয়। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

নিহত গৃহকর্মী লাইলী আক্তারের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীয়া উপজেলায়। তিনি রাজধানীর বনশ্রীর হিন্দুপাড়া বস্তিতে থাকতেন। সেখান থেকেই প্রতিদিন মইন উদ্দিনের বাসায় কাজ করতে যেতেন।

তবে কেন সকালে মইন উদ্দিনের বাড়িতে হাজির হয়েই আত্মহত্যা করলেন তা নিয়ে রহস্য ঘনীভূত হয়। গৃহকর্তার দাবি, লাইলী কাজে এসেই আত্মহত্যা করেছে। তবে একথা মানতে নারাজ স্থানীয়রা।

গো নিউজ২৪/এমবি

আইন-আদালত বিভাগের আরো খবর