তরুণীকে ধর্ষণের পর হত্যা: এক ব্যক্তির মৃত্যুদণ্ড


জেলা প্রতিনিধি, ঝালকাঠি প্রকাশিত: জুলাই ২৭, ২০১৭, ০৪:২১ পিএম
তরুণীকে ধর্ষণের পর হত্যা: এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ঝালকাঠিতে আঁখি বেগম নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশে দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের হাকিম মোহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চরইন্দ্রপাশা গ্রামের প্রয়াত মনসুর হাওলাদারের ছেলে।

দণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এম আলম খান কামাল।

তিনি আরও জানান, ওই উপজেলার বদরপুর গ্রামের প্রায়াত তাশেমউদ্দিন হাওলাদারের মেয়ে ঢাকার গার্মেন্টসকর্মী আঁখি বেগমকে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করে। ২০০৯ সালের ২০ অক্টোবর রাতে আঁখিকে রাজাপুরে এনে ধর্ষণের পর হত্যা করে জাহাঙ্গীর।

হত্যার পরদিন সকালে পুলিশ জাহাঙ্গীরের বাড়ির কাছের একটি ধানের ক্ষেত থেকে আঁখির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন নিহতের মা রসোনা বেগম বাদী হয়ে রাজাপুরে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে নিহতের লাশের ময়নাতদন্তে হত্যা ও ধর্ষণের প্রমাণ পাওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার তৎকালীন উপপরিদর্শক হানিফ সিকদার ২০১০ সালের ১২ মে আদালতে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নর্যাতন দমন আইনের ৯(৩) ধারায় অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।

হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীকে মৃত্যুদণ্ড ও জরিমানার দণ্ড দেয়া হয় বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এম আলম খান কামাল।

গো নিউজ২৪/এমবি
 

আইন-আদালত বিভাগের আরো খবর