৪ শিশুকে বালিচাপা দিয়ে হত্যা: মামলার রায় বুধবার


স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৪:০২ পিএম
৪ শিশুকে বালিচাপা দিয়ে হত্যা: মামলার রায় বুধবার

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রটিকি গ্রামে বালিচাপা দিয়ে ৪ শিশু হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার বেলা ১১টায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। পরে বালু চাপা অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ২০১৬ সালের ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তৎকালীন ওসি মোক্তাদির হোসেন নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এ মামলায় কারাগারে রয়েছেন- পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগাল, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া ও শাহেদ মিয়া। বাচ্চু মিয়া নামের একজন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। আর এ মামলার আসামি উস্তার মিয়া, বাবুল মিয়া ও বিল্লাল পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গো নিউজ২৪/এমবি

আইন-আদালত বিভাগের আরো খবর