ইউএনওকে হয়রানি: বিচারক প্রত্যাহারে সুপারিশ


স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৩:১৮ পিএম
ইউএনওকে হয়রানি: বিচারক প্রত্যাহারে সুপারিশ

বরগুনা: সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (সাবেক আগৈলঝাড়া) তারিক সালমনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতের মামলা দিয়ে হয়রানির ঘটনায় এবার ব্যবস্থা নেয়া হয়েছে বিচারক আলী হোসাইনের বিরুদ্ধে। বরিশালের এই মুখ্য বিচারিক হাকিমকে অন্যত্র বদলির জন্য সুপ্রিমকোর্টে প্রস্তাব পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ বিষয়টি জানিয়েছেন।

ইউএনও তারিক সালমন বরিশালের আগৈলঝাড়ায় দায়িত্ব পালনের সময় একটি ঘটনায় তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির মামলা করেন বরিশাল আওয়ামী লীগের বরখাস্ত ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু। এই মামলায় বিচারক আলী হোসাইন গত ১৯ জুলাই ইউএনওর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সিদ্ধান্ত পাল্টে জামিন দেয়া হয় তাকে।

এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশের পর সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করে আওয়ামী লীগ। আবার ইউএনও তারিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। গতকাল সোমবার এই সিদ্ধান্তের পর আজ মঙ্গলবার বিচারককেও প্রত্যাহার করা হয়েছে বলে বরিশাল আদালতের একটি সূত্র নিশ্চিত করেছে।

গো নিউজ২৪/এমবি

আইন-আদালত বিভাগের আরো খবর