ইউএনওর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন সাজু


আদালত প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ০১:৩১ পিএম
ইউএনওর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন সাজু

ঢাকা: সমালোচনা আর বিতর্কের পর অবশেষে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহার করা হলো। 

রোববার (২৩ জুলাই) সকালে মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন বাদী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু। শুনানি শেষে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে। পরে তিনি মামলাটি খারিজ করে দেন।

শুনানিতে আদালত মামলার বাদী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহ সাজুর কাছে জানতে চান, কেন তিনি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন? জবাবে সাজু বলেন, শিশুর আঁকা বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি ছাপানোর বিষয়টি নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে মূল ছবি দেখে ভুলের অবসান হয়েছে। এ কারণে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

ইউএনও তারিক সালমন জানান, মামলাটি আজ প্রত্যাহার হয়েছে বলে তিনি শুনেছেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বিকৃত’ ছবি (পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা ছবি) ছাপানোর অভিযোগে ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে গত ৭ জুন বরিশাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন আওয়ামী লীগ নেতা ওবায়েদুল্লাহ।

ঘটনার সময় তারিক সালমন বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে গেল জুনের প্রথম সপ্তায় তাকে বরগুনা সদর উপজেলায় বদলি করা হয়।

প্রসঙ্গত, মানহানির মামলায় বিচারক ২৭ জুলাইয়ের মধ্যে তারিক সালমনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। গত ১৯ জুলাই আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন তারিক সালমন। আদালত প্রথমে তা নামঞ্জুর করেন। পুলিশ ইউএনওর দুই হাত শক্ত করে ধরে আদালতের হাজতখানায় নেয়। অবশ্য দুই ঘণ্টা পর তার জামিন মঞ্জুর করা হয়।

তারিক সালমনকে কারাগারে পাঠানোর ঘটনায় জনপ্রশাসনে ক্ষোভ সৃষ্টি হয়। মামলার বাদী ওবায়েদুল্লাহকে গত ২০ জুলাই দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। অপরদিকে, ইউএনওকে কারাগারে পাঠানোর ঘটনায় পুলিশের ছয় সদস্যকে ২২ জুলাই প্রত্যাহার করা হয়েছে। 

গো নিউজ২৪ডটকম/এন

এ সম্পর্কিত আরও সংবাদ


আইন-আদালত বিভাগের আরো খবর