৫৭ ধারা আগের রূপে থাকছে না: আইনমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০৭:০৪ পিএম
৫৭ ধারা আগের রূপে থাকছে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারপতি অভিশংসন রায় নিয়ে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো দূরত্ব সৃষ্টি হয়নি। তবে এটি নিয়ে দ্বিমত থাকতেই পারে, তাই আলোচনা চলছে। এর মধ্যে দিয়ে আপনারা গণতন্ত্রের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। এ আলোচনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত দেশ ও জাতি সমৃদ্ধ হবে।

বুধবার (১৯ জুলাই) রাজশাহীর চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী সকালে রাজশাহী পৌঁছে চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন উদ্বোধন করেন।

৫৭ ধারার প্রশ্নে আনিসুল হক বলেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় যে অপরাধগুলো হচ্ছে সেগুলো এর আওতার মধ্যেই রাখতে হবে। এগুলোকে বাদ দেয়া যাবে না। তবে আমরা এতটুকু নিশ্চিত করবো যে, এ ধারায় যেন বাংলাদেশের আর কোনো নাগরিক হয়রানির শিকার না হয়। আমি আগেও বলেছি, এখনো বলছি ৫৭ ধারা থাকবে। তবে এখন যে রূপে আছে সে রূপে থাকবে না।’ 

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমরা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের বলেছি, তারেক রহমান সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। বর্তমানে তাকে ফেরত আনার বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন রাজশাহী জেলা জজ মাহবুব উল হক। স্বাগত বক্তব্য দেন- চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আইন উদ্দিন প্রমুখ। 

গো নিউজ/এমবি

আইন-আদালত বিভাগের আরো খবর