চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণ নয় কেন?


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জুলাই ৯, ২০১৭, ০৪:০৪ পিএম
চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণ নয় কেন?

চিকুনগুনিয়ায় আক্রান্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত।
আজ রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

চিকুনগুনিয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য গত ৪ জুলাই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুজাউদদ্দৌলা আকন। আবেদনটির ওপর আজ প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী সুজাউদদ্দৌলা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানিতে অমিত তালুকদার বলেন, ওই আদালতের দুই কর্মকর্তা এখনো চিকুনগুনিয়ায় আক্রান্ত।

রুলে স্প্রে ও যথাযথ ওষুধ ছিটানোর মাধ্যম এডিস ও অন্যান্য মশা ধ্বংস করতে বিবাদীদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সারা দেশে জনসচেতনতা বৃদ্ধির জন্য কেন ব্যবস্থা নেয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্যসচিব, এলজিআরডি সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।


গো নিউজ২৪/এএইচ

আইন-আদালত বিভাগের আরো খবর