জবানবন্দি দিচ্ছেন সাফাতের গাড়িচালক


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: মে ২১, ২০১৭, ০৫:১৬ পিএম
জবানবন্দি দিচ্ছেন সাফাতের গাড়িচালক

রাজধানীর বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। ঢাকা মহানগর হাকিম আদালতের খাসকামরায় তাঁর জবানবন্দি গ্রহণ করা হচ্ছে।  

ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তারা মামলার দুই নম্বর আসামি নঈম আশরাফ ওরফে হালিমের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। সিআইডির পরীক্ষাগারে ডিএনএ পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হন-এ অভিযোগে ৬ মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী। মামলায় আসামিরা করা হয় সাফাত আহমেদ, তাঁর বন্ধু নঈম আশরাফ (আবদুল হালিম) ও সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে। 

এর পরে ১৫ মে সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনকে রাজধানীর নবাবপুর রোড থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন বিল্লাল হোসেনকে চার দিন এবং দেহরক্ষী রহমত আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


গো নিউজ২৪/এএইচ

আইন-আদালত বিভাগের আরো খবর