গাড়িচালক ৩ দিন ও বডিগার্ড ৪ দিনের রিমান্ডে


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: মে ১৬, ২০১৭, ০৪:১০ পিএম
গাড়িচালক ৩ দিন ও বডিগার্ড ৪ দিনের রিমান্ডে

রাজধানীর বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি শাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেনকে ৪ দিন ও দেহরক্ষী রহমত আলীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা তাঁদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে বেলা ৩টার দিকে বিল্লাল হোসেন ও রহমত আলীকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত বিল্লাল হোসেনকে ৪ দিন ও রহমত আলীকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার রাতে রহমতকে গুলশান থেকে গোয়েন্দা পুলিশ এবং বিল্লালকে নবাবপুর রোড থেকে র‍্যাব গ্রেপ্তার করে। এই মামলার আরেক আসামি নাঈম এখনো পলাতক আছেন। এ ছাড়া এই মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ পুলিশ হেফাজতে রয়েছেন।


গো নিউজ২৪/এএইচ

আইন-আদালত বিভাগের আরো খবর