আত্মসমর্পণ করলেন সেলিম ওসমান


প্রকাশিত: মে ১৪, ২০১৭, ০৩:১৮ পিএম
আত্মসমর্পণ করলেন সেলিম ওসমান

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জাপার নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান। 

রোববার সকালে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।  আদালত তার জামিন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেছেন। 

আদালত সূত্র জানায়, চলতি মাসের ৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন সেলিম ওসমান। তাই ওই জামিনের মেয়াদ শেষে ২৩ মে জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। 

২০১৬ সালের মে মাসে ধর্ম অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একদল লোক মারধর করেন। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। 

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।  পরে ঘটনা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে।


গো নিউজ২৪/এএইচ

আইন-আদালত বিভাগের আরো খবর