অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকিদাতা রিমান্ডে


অনলাইন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৭, ০৬:৫৮ পিএম
অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকিদাতা রিমান্ডে

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকিদাতা তৌসিফ হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার তৌসিফকে আদালতে হাজির করে গুলশান থানায় দায়ের করা তথ্যপ্রযুক্তি ও পেনালকোড আইনের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকতা এসআই আসাদুজ্জামান।

শুনানি শেষে মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে তৌসিফ হোসেনকে আটক করা হয়।

সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের হাইকমিশনার জুলিয়া নিবলেটের ই-মেইলে একটি বার্তাটি আসে। তাতে লেখা ছিলো ৫ লাখ টাকা চাঁদা না দিলে বোমা হামলা করে হাইকমিশন উড়িয়ে দেয়া হবে। চাঁদার টাকা পাঠাতে ওই মেইলে গ্রামীনফোন অপারেটরের একটি মোবাইল নম্বর এবং একটি ব্যাংক একাউন্ট নম্বর দেয়া হয় এবং জনতা ব্যাংক গুলশান শাখার একাউন্ট নম্বরও দেয়া হয়। এ ঘটনায় একটি জিডি দায়ের করা হয়েছিল। jashim.ahmed@gmail.com নামের যে মেইল থেকে হুমকি দেয়া হয়েছে সেটি বাড্ডা লিংক রোডের এক ব্যবসায়ীর। 

 

গো নিউজ২৪/জা আ 

আইন-আদালত বিভাগের আরো খবর