সাঁওতালপল্লীতে আগুন : দুই পুলিশ সদস্য চিহ্নিত 


গো নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০১৭, ১২:৪০ পিএম
সাঁওতালপল্লীতে আগুন : দুই পুলিশ সদস্য চিহ্নিত 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন দেয়ার ঘটনায় এসআই মাহবুব রহমান ও কনস্টেবল মো. সাজ্জাদ হোসেনের নাম উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ঘটনার দিনই দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর ৫৮ জন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় গণমাধ্যমের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত বছর ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর চিনিকল কর্তৃপক্ষের জমি দখল কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় গোলাগুলিতে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। এই হামলার ঘটনায় বিভিন্ন সময়ে আইন ও সালিশ কেন্দ্র এবং সাঁওতালরা হাইকোর্টে তিনটি পৃথক রিট আবেদন করেন। যার মধ্যে দুটি বর্তমানে চলমান রয়েছে। 

গো নিউজ ২৪
 

আইন-আদালত বিভাগের আরো খবর