তারেক -মিশুকের মামলার রায় ২২ ফেব্রুয়ারি


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ০৮:৪১ পিএম
তারেক -মিশুকের মামলার রায় ২২ ফেব্রুয়ারি

ঢাকা: আগামী ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় রায়।

রোববার যুক্তি-তর্ক উপস্থাপন শেষে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর এ রায় দেন। এ তথ্য জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আফছারুল ইসলাম মনি।

২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

দুর্ঘটনায় নিহত বাকি তিনজন হলেন, মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।

এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে আসামি করে ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

এরপর ওই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর চলতি বছর শুরু হয় বিচার। মামলায় ৩৯ সাক্ষীর মধ্যে তিন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।

এপিপি আফছারুল বলেন, মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। এ সময় মামলার আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

গোনিউজ২৪/এম

আইন-আদালত বিভাগের আরো খবর