সিইসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০৫:৩০ পিএম
সিইসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ নির্বাচন কমিশনার নিয়োগ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চএটি খারিজ করে দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন এর দায়েরকারী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। 

রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের আইনের ৫(১) ধারায় বলা হয়েছে, কোনো অবসরপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না। এই আইন লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে।

রিটে নির্বাচন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন (নিয়োগ) বাতিল এবং একই সঙ্গে শপথ গ্রহণের বিষয়টি স্থগিত করতে আর্জি জানানো হয়েছিল। রিটে কেবিনেট সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট আট জনকে বিবাদী করা হয়েছিল।

গো-নিউজ২৪/বিএস

আইন-আদালত বিভাগের আরো খবর